ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০১৫ উপলক্ষে উপজেলা পরিষদে এক মিটিং অনুষ্টিত হয়। মিটিং-এ উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী শাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার, উপজেলার সকল অফিসার ও সকল জনপ্রতিনিধীরা উপস্থিত ছিলেন।
মিটিং-এ জানানো হয় ০১জানুয়ারী ২০০০ বা তার পূর্বে জন্মগ্রহনকারী এবং ইতিপূর্বে যারা ভোটার হননি ভোটার তালিকায় অন্তর্ভুক্তির লক্ষ্যে তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। ১৮বছর পূর্ণ হওয়ার সাথে সাথে তারা পর্যায়ক্রমে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন। ২৫জুলাই হতে তথ্য সংগ্রহকারীগন বাড়ী বাড়ী গিয়ে তথ্য সংগ্রহ করবেন। এসময় মৃত ভোটারদেরও তথ্য সংগ্রহ করা হবে এবং তাদের নাম ভোটার তালিকা হতে কর্তন করা হবে। বাসস্থান পরিবর্তন জনিত কারনে ভোটার এলাকা পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে। একাধিক স্থানে ও একাধিকবার ভোটার হওয়া দন্ডনীয় অপরাধ। একাধিক স্থানে বা একাধিকবার ভোটার হলে আঙ্গুলের ছাপ পরীক্ষার মাধ্যমে সহজেই শনাক্ত করা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস