রাংগুনিয়া উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যথাযথ মর্যদায় মহান ২১শে ফেব্রুয়ারী উদযাপিত হয়েছে। মধ্যরাতে উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইফুল ইসলাম মজুমদার, উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী শাহ, উপজেলা ভাইচ চেয়ারম্যান জনাব মোহাম্মদ আকতার হোসেন, রাংগুনিয়া থানার পক্ষে জনাব চন্দন কুমার এস আই সহ অন্যান্যরা উপজেলা চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পার্ঘ দিয়ে ভাষা শহীদদের সম্মান প্রদর্শন করেন। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার। দিবসটিকে ঘিরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে চিত্রাংকন প্রতিযোগীতা ও খেলাধুলার অয়োজন করা হয়। মহান ২১শে ফেব্রুয়ারী সকলের আন্তরিক প্রচেষ্ঠায় অনুষ্ঠানকে সৌন্দর্য্যমন্ডিত করে তোলায় অনুষ্ঠান শেষে তিনি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস