ডিজিটাল বাংলাদেশ গড়তে ভিশন ২০২১ বাস্তবায়নে ইন্টারনেটের বিকল্প নেই- ড. হাছান মাহমুদ এমপি
=================================================
ডিজিটাল বাংলাদেশ গড়তে ভিশন ২০২১ বাস্তবায়নে ইন্টারনেটের বিকল্প নেই। ইন্টারনেট সেবা প্রত্যেক নাগরিকের দ্বারপ্রান্তে পৌছে দেওয়ার লক্ষে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। বর্তমান উন্নত বিশ্বের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইন্টারনেট অপরিহার্য। ইন্টারনেট সপ্তাহ সর্বস্তরের মানুষকে তথ্য প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহারে উদ্বুদ্ধ করবে।
দেশব্যাপী ৫ থেকে ১১ সেপ্টেম্বর চলমান ইন্টারনেট সপ্তাহে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ২ দিন ব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ-২০১৫ তে প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ এমপি একথা বলেন। রাঙ্গুনিয়া উপজেলা চত্বরে আয়োজিত মেলায় উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মামুন, একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ বদরুল আলম, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক স্বজন কুমার তালুকদার , বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক শাহজাহান সিকাদার, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান ইদ্রিচ আজগর, রাঙ্গুনিয়া কলেজের অধ্যক্ষ মো. আবু ইউসুফ, আবু সায়েম প্রমুখ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস