চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োেজনে চট্টগ্রাম জেলায় গতকাল থেকে শুরু হল তিন দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা। গতকাল সকাল ১০ ঘটিকায় মেলা উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এন এম জিয়াউল আলম- ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার), মন্ত্রিপরিষদ বিভাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: রুহুল আমিন- বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মেজবাহ উদ্দিন- জেলা প্রশাসক, চট্টগ্রাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব দেবময় দেওয়ান- অতিরিক্ত জেলা প্রশাসক, শিক্ষা ও আইসিটিসহ সরকারী কর্মকর্তাবৃন্দ। মেলায় বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, এনজিওসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস