শুধু বেগুন ও কাচা মরিচ ছাড়া রমজানের প্রয়োজনীয় নিত্যপন্য পর্যাপ্ত মজুদ আছে। বেগুন ও কাচা মরিচ মজুদ রাখা যায় না তাই বলে কোন মজুতদার কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। হোটেল রেস্তোরা গুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরী করেন এবং পুরনো তেল ব্যবহার না করেন সে দিকে নজর দিতে হবে। রমজানের শুরু থেকে রাংগুনিয়ার বিভিন্ন বাজারে ইউএনও, সহকারী ভূমি কমিশনার ও ওসি’র নেতৃত্বে বাজার মনিটরিং করতে হবে। কেউ অতিরিক্ত দাম নিলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাৎক্ষণিক শাস্তি দেয়া হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভেজাল মুক্ত রাখতে হবে। রাংগুনিয়ার বিভিন্ন হাটবাজারে ইজারাদারদের দৌরাত্ব কমিয়ে টোল আদায়ের তালিকা ঠাঙ্গাতে হবে। রমজানে কোথাও যাতে চাঁদাবাজি না হয় সেদিকে প্রশাসনের নজর রাখতে হবে। এবার আম ও লিচু যেখানে উৎপন্ন হয় সেখানে প্রশাসনের কঠোর নজরদারীর কারণে ফরমালিনের ব্যবহার অনেকটা কমে এসেছে। এবার চট্টগ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অাম ও লিচুতে এপর্যন্ত ফরমালিন পাওয়া যায়নি। পুলিশের একার পক্ষে আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয় তাই সকলকেই এব্যপারে কাজ করতে হবে। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মেজবা উদ্দিন গত ১১ জুন রাংগুনিয়ার বিশেষ আইন-শৃঙ্খলার সভায় প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে সভায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ। বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হুমায়ুন কবির। বিআরডিবি রাংগুনিয়ার চেয়ারম্যান সাদেকুন নুর সিকদার, ইউপি চেয়ারম্যান ইদ্রিচ আজগর, ফজলুল কবির গিয়াসু, শহিদুল্লাহ চৌধুরী আইয়ুব খাঁন, শাহ আলম তালুকদার, সিরাজুদ্দৌলা তালুকদার দুলাল ও মুক্তিযোদ্ধা কমান্ডার খায়রুল বশর মুন্সি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের প্রতিনিধি মাস্টার আসলাম খান, মহিলা ভাইচ চেয়ারম্যান এডভোকেট রেহেনা আকতার, রাংগুনিয়া কলেজের অধ্যক্ষ আবু ইউছুফ, ইউপি চেয়ারম্যান মুজিবুল ইসলাম সরফি, পেয়ারুল হক স্বপন, নাসির উদ্দিন সেলিম, এনামুল হক মিয়া, নুরুল আজিম, জাহেদুর রহমান তালুকদার, রহিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ সেলিম, উপজেলা প্রকৌশলী একরাম হোসেন, কৃষি কর্মকর্তা মোহাম্মদ আকতারুজ্জামান, পল্লি বিদ্যুতের ডিজিএম মোহাম্মদ মনিরুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা সাঈদা সিদ্দিকা, মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া সফি, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন। ভোক্তাদের সচেতন হওয়ার আহবান জানিয়ে জেলা প্রশাসক বলেন, রমজান শুরু হলেই সাধারণ মানুষের মধ্যে সারা মাসের বাজার একেবারে কিনে ঘরে মজুদ করার প্রবনতা দেখা যায়। পরিবেশটা এমন হয়ে যায় যেন পরে আর মালামাল পাওয়া যাবে না ! সাধারণ মানুষের এই দুর্বলতাকে পুঁজি করে ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দেয়। তিনি বলেন কাপ্তাই সড়কের যানজট নিরসনে সড়কের আশেপাশে পরিষ্কারের কথা বলা হয়েছিল। সেখানে কোন স্থাপনা উচ্ছেদের কথা বলা হয়নি। মানুষের চলাচলের পথ পরিষ্কার রাখতে হবে। বিষয়টি নিয়ে ভুল বুঝাবুঝি হয়েছে। আমরা সকলেই রাস্তা ব্যবহার করি তাই সকলকে রাস্তা দখলের অভ্যাসের পরিবর্তন ঘটাতে হবে। মানুষ যাতে সাচ্ছন্ধ্যে রাস্তায় চলাচল করতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস