ওয়েব পোর্টাল ও ডিজিটাল সার্ভিসে চট্টগ্রাম জেলার মধ্যে সেরা নির্বাচিত হয়েছেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন।
শনিবার (১৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে এই শ্রেষ্ট্রত্বের পুরষ্কার তুলে দেন মন্ত্রী পরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) এম এন জিয়াউল আলম। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন, জেলা প্রশাসক সামসুল আরেফিন, পুলিশ সুপার নূরে আলম মিনা প্রমুখ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস