শিরোনাম
বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত...
বিস্তারিত
সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কতৃক পরিচালিত শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধকল্পে বাল্য বিবাহ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিকরণ কর্মসূচীর অাওতায় এনজিও সংস্থা অপরাজেয়-বাংলাদেশের উদ্যোগে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাংগুনিয়া, চট্টগ্রাম এর সহযোগিতায় ২৯শে মার্চ ২০১৬ইং তারিখে রাংগুনিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাবা অঞ্জনা ভট্টাচার্য্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ আকতার হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা এডভোকেট রেহেনা অাকতার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাবা সোনিয়া সফি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মামুন, এনজিও সংস্থা অপরাজেয় বাংলাদেশের প্রতিনিধিগন, উপজেলার সকল কাজী ও মাওলানাবৃন্দ সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীবৃন্দ। বক্তারা বাল্য বিবাহের কুফল নিয়ে ব্যাপক আলোচনা করেন এবং অনুষ্ঠানে উপস্থিত সকলকে বাল্য বিবাহের কুফল নিয়ে সমাজের সর্বস্তরে জনসচেতনতা তৈরীর জন্য আহবান জানান। পাশাপাশি কাজীগন ও মাওলানা সাহেবদেরকে জরুরী তাগিদ দেওয়া হয় উনারা যাতে বিয়ে পড়ানোর সময় বয়স নির্ণয়ে সতর্ক থাকেন।