Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
রাংগুনিয়া উপজেলায় গতকাল থেকে শুরু হল উন্নয়ন মেলা-২০১৫
বিস্তারিত

 

২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র মুক্ত মধ্যম আয়ের দেশ হবে বাংলাদেশ এই লক্ষ্য কে সামনে রেখে সারা দেশের ন্যায় রাংগুনিয়া উপজেলা প্রশাসন, চট্টগ্রাম এর উদ্যোগে রাংগুনিয়া উপজেলায় গতকাল থেকে শুরু হল উন্নয়ন মেলা-২০১৫। এই মেলা আগামী ৩০শে সেপ্টম্বর পর্যন্ত চলবে। উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত মেলার উদ্ভোধনী দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার এর সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইচ চেয়ারম্যান মোহাম্মদ আকতার হোসাইন ও মহিলা ভাইচ চেয়ারম্যান এডভোকেট রেহেনা আকতার। এছাড়াও রাংগুনিয়া উপজেলা সাংসদ ড.হাচান মাহমুদ এম,পি-র প্রতিনিধি মো: আসসাম খাঁন সহ সকল ইউনিয়নের চেয়ারম্যান ও রাজনৈতিক নেতৃবৃন্দ মেলায় উপস্থিত ছিলেন। বক্তরা এমন-ই আয়োজনের দিনে UNEP Champion of the Earth পুরষ্কার প্রাপ্তির জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অভিনন্দন এবং সাথে সাথে প্রধানমন্ত্রীর ৬৯তম জন্মদিন হওয়ায় প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন কিসিঞ্জারের মন্তব্য করা তলাবিহীন ঝুড়ির দেশটি আজ অনেক ক্ষেত্রে পৃথিবীর অনেক দেশ থেকে এগিয়ে, বর্তমান সরকারের এই উন্নয়নের ধারা অব্যহত থাকলে আগামীতে বাংলাদেশ পৃথিবীতে একটি মডেল রাষ্ট্রে পরিণত হবে। সভাপতি তাঁর বক্ত্যব্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ কে ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র মুক্ত মধ্যম আয়ের দেশ করার জন্য বেশ কিছু উদ্যোগ হাতে নেয়, তার মধ্যে উল্লেখযোগ্য আটটি বিশেষ উদ্যোগ হল প্রান্তিক জনগোষ্টির উপার্জনের ব্যবস্থার জন্য “একটি বাড়ী-একটি খামার প্রকল্প”, ছিন্নমুল ও গৃহহীনদের আশ্রয়দানের জন্য “অাশ্রয়ন প্রকল্প”, জনগনের দোরগোড়ায় ই-সেবা পৌঁছানোর লক্ষ্যে
“ডিজিটাল বাংলাদেশ” মিশন, আধুনিক পাঠক্রম, শিক্ষা-বৃত্তি ও বই বিতরণ প্রকল্পে “শিক্ষা সহায়তা” ট্রাষ্ট, সর্বক্ষেত্রে নারীর অর্থবহ অংশগ্রহণের জন্য “নারীর ক্ষমতায়ন”, শিল্পায়ন ও উন্নয়ন সহায়ক এর জন্য “ঘরে ঘরে বিদ্যুৎ”, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা প্রদানে “কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য”
কেন্দ্র স্থাপন এবং অসহায় নাগরিকদের সুরক্ষা প্রদানে
“সামাজিক নিরাপত্তা কর্মসূচি” বাস্তবায়নে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

মেলায় আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে উপজেলা ই-মেইল সেন্টার সহ উপজেলার সকল দপ্তর তাদের নিজ নিজ স্টলে বর্তমান সরকারের বিভিন্ন সাফল্যের চিত্র, ভিডিও ডকুমেন্টারী প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় তুলে ধরেন । মেলায় উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করে।

https://web.facebook.com/profile.php?id=100001361762227&sk=photos&collection_token=100001361762227%3A2305272732%3A69&set=a.891323407589710&type=3

ছবি
ছবি
ডাউনলোড