শিক্ষার মানোন্নয়নে উপজেলা সেমিনার কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্টিত হয়। সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মামুন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ বদরুল আলম সহ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতি মহোদয় তাঁর বক্তব্যে বলেন যেসব শিক্ষা প্রতিষ্টান ফরম ফিলাপের সময় শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়েছে তা অতি শিঘ্রিই শিক্ষার্থীদের ফেরত দিতে হবে, সাথে সাথে সকল পরীক্ষাকেন্দ্রে যাতে নকল মুক্ত পরিবেশে সুষ্ঠভাবে পরীক্ষা অনুষ্টিত হয় এ জন্য সংশ্লিষ্ট সকলকে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন এবং শিক্ষার মানোন্নয়নে সকলকে কাজ করার আহবান জানান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস