রাঙ্গুনিয়া উপজেলার ঠিক মধ্য দিয়ে বয়ে গেছে কর্ণফুলি নদী । কর্ণফুলী নদী বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি প্রধান নদী। এটি ভারতের মিজোরামের লুসাই পাহাড়ে শুরু হয়ে পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের মধ্য দিয়েপ্রবাহিত হয়ে চট্টগ্রামের পতেঙ্গার কাছে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এই নদীরমোহনাতে বাংলাদেশের প্রধান সমূদ্র বন্দরচট্টগ্রাম বন্দরঅবস্থিত। এই নদীরদৈর্ঘ্য ৩২০ কিলোমিটার। রাঙ্গুনিয়া উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এনদী যা রাঙ্গুনিয়া উপজেলাকে করেছে সমৃদ্ধ । প্রায় ১০৭১ জেলের জীবন ও জীবিকা এই নদীর উপর নির্ভরশীল । এ নদীটি হালদা নদীর সাথে রাউজান উপজেলার মদুনাঘাট এলাকাতে যুক্ত হয়েছে । হালদা নদী রুইজাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হিসবে বিশেষভাবে উল্লেখযোগ্য । কর্ণফুলী নদী হালদার সাথে যুক্ত থাকায় বছরের একটি বিশেষ সময় মাছ ধরার উপরে নিষেধাজ্ঞা থাকে যা আমাদের মৎস সম্পদকে আরও বেশী সমৃদ্ধ করতে ভূমিকা রাখে ।
অপর একটি নদী ইছামতি । এ নদীটি রাঙ্গুনিয়া উপজেলা শস্যভান্ডার নামে খ্যাত গুমাই বিলে বোরো চাষে অনেক গুরুত্বপুর্ণ ভূমিকা রাখে । এছাড়াও এ নদীর মাছ দেশের মানুষের পুষ্টি চাহিদা মিটিয়ে থাকে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস