পাহাড়, নদী ও সমতল ভূমির সমন্বয়ে গঠিত রাঙ্গুনিয়া উপজেলা। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এ উপজেলার আয়তন ৩৪৭.৭২ বর্গ কি.মি.। উত্তরে কাউখালী, দক্ষিণে চন্দনাইশ ও বান্দরবান সদর উপজেলা, পূর্বে কাপ্তাই, রাজস্থলী উপজেলা এবং পশ্চিমে রাউজান ও বোয়ালখালী উপজেলা। উপজেলার মধ্য দিয়ে কর্ণফুলী ও ইছামতি নদী বহমান। মাছ ও ফসলে সমৃদ্ধ এই উপজেলার জনগোষ্ঠী শিক্ষা-দীক্ষায় অনেক এগিয়ে। যোগাযোগ ব্যাবস্থার উন্নয়নের কারণে শিল্প-কলকারখানা ও ব্যবসা-বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটেছে। এ অঞ্চলের মানুষের পরিশ্রম ও উদ্যোগের ফলে এবং সরকারী বিভিন্ন দপ্তরের প্রচেষ্টায় এখানকার সার্বিক উন্নয়ণ কার্যক্রম অব্যহত রয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে এবং তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীকে সফল বাস্তবায়নের লক্ষ্যে সকল বিভাগকে সমন্বয় করে কাজ করছে উপজেলা প্রশাসন। এটাই হোক দৃঢ় প্রত্যয়।
মোঃ কামরুল হাসান
উপজেলা নির্বাহী অফিসার
রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস