শেখ রাসেল এভ্যিয়ারী পার্কটি রাংগুনিয়ার চন্দ্রগোনায় অবস্থিত। বিশাল এক পাহাড়ী পরিবেশ নিয়ে এই পার্ক তৈরী করা হয়। এই পার্কে অন্যতম রোমাঞ্চকর রাইড ক্যাবল কার নির্মাণ করা হয়, যার দৈর্ঘ্য প্রায় ২.৫কি:মি:। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভ্রমন পিপাসু এখানে এসে আনন্দময় সময় উপভোগ করে।
যারা এই পার্কে বেড়াতে আসতে চান চট্টগ্রাম থেকে যেকোন গাড়ী যোগে কাপ্তাই রোড হয়ে চন্দ্রঘোনায় নেমে রাস্তার পাশেই অবস্থিত এই পার্কে বেড়াইয়ে যেতে পারেন। এখানে রাত্রি যাপনের জন্য পর্যাপ্ত আবাসিক হোটেল ও সরকারী বাংলো রয়েছে, তার জন্য যোগাযোগ করে আসবেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস