Details
আগামী ১৮ অক্টোবর দেশব্যাপী বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপনের লক্ষ্যে দিবসের কর্মসূচির অংশ হিসেবে ছাত্র-ছাত্রীদের প্রেজেন্টেশন প্রস্তুত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম মহানগরে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের ১৩-১৮ বছর বয়সের শিক্ষার্থীগণ প্রিয় শেখ রাসেল' শিরোনামে প্রেজেন্টেশন (১০-১২ পাতা, .ppt অথবা .pptx File) প্রস্তুত করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
প্রেজেন্টেশনের বিষয়: ' প্রিয় শেখ রাসেল'
রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ১৫ অক্টোবর, ২০২৩ খ্রি. রাত ১২:০০ ঘটিকা।
বাছাইকৃত প্রতিযোগীদের প্রেজেন্টেশন: ১৬ অক্টোবর, ২০১৩, বেলা ১০.৩০ ঘটিকা
স্থান: লাইব্রেরী মিলনায়তন, জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম।