Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

হাটবাজার

 

রোয়াজার হাট: এখানে কাচা শাক-সব্জী, মাছ মাংস থেকে শুরু করে যাবতীয় তৈজসপত্র পাওয়া যায় । দুটি বেসরকারী ব্যাংক-ও এখানে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে । এছাডাও টেলিভিশন, ফ্রীজ এর মত বড় বড় ইলেক্ট্রিক সামগ্রীও এখানে পাওয়া যায় । খাবারের হোটলের মধ্যে আশরাফীয়া, এবং দি জামান বিরিয়ানী হাউস নামে দুটি বড় বড় হোটেল এখানে আছে । কাপড়-চোপড় এবং প্রসাধণী সামগ্রীরও বেশ কয়েকটা দোকানের দেখা মিলবে এই বাজারে । এছাড়া সপ্তাহে দুই দিন (সোম ও বুধ বার) হাট বসে

 

চন্দ্রঘোনা: এটিই মূলত উপজেলার প্রধান বাজার । এটি আয়তনে রোয়াজার হাট হতে প্রায় পাচ গুন বড় এবং অনেক বেশী পুরাতন । অনেকে বলে থাকেন উপজেলা সদর হিসাবে এই জায়গাটায বেশী সমিচীন হত । মূলত খ্রীষ্টান মিশনারী হসপিটাল এবং কর্ণফুলী পেপার মিল এর অবস্থান এর কারণে অনেক আগে থেকেই লোক সমাগম এখানে বেশী । এক কথায় বলতে গেলে চট্টগ্রাম শহরে যা যা পাওয়া যায় তার প্রায় ৮০ ভাগ সেবা এই বাজারে মিলবে ।

 

এছাড়াও অন্যান্য অনেক ছোট ছোট আকারের বাজার রাঙ্গুনিয়া উপজেলাতে আছে । এখানে কিছু হাট বারের কথা উল্লেখ করা হল:

শান্তির হাট: রবিবার

পোমরা: বৃহস্পতি বার

রাণীর হাট: রবিবার

 

অন্যান্য বাজারের মধ্যে মোগলের হাট এবং ধামাইরহাট বেশ উল্লেখযোগ্য ।