গত ২৫/০৮/২০১৫ইং তারিখ দুপুর দুই ঘটিকায় উপজেলার মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা উপজেলার সভাকক্ষে অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা ডক্টর হাছান মাহমুদ এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী শাহ, ভাইচ চেয়ারম্যান মোহাম্মদ আকতার হোসাইন, মহিলা ভাইচ চেয়ারম্যান এডভোকেট রেহেনা আকতার। সভায় উপজেলার সকল কর্মকর্তাসহ সকল স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভাপতি তাঁর বক্তব্যে রাংগুনিয়ার সার্বিক অবস্থার বর্ণনা দেন, এরপর সকল কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা তাদের বক্তব্য তুলে ধরেন, প্রধান অতিথি অত্যন্ত মনোযোগ সহকারে সকলের বক্তব্য শুনেন এবং পরে সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ওনার বক্তব্য শুরু করেন। বক্তব্যে তিনি সকল বক্তার বিভিন্ন বিষয়ের আলোকপাত করেন এবং উপজেলার আইন শৃঙ্খলা রক্ষায় সকলকে একযোগে কাজ করার অাহবান জানান।
সভার পূর্বে মাননীয় সাংসদ জননেতা ডক্টর হাছান মাহমুদ এমপি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অনুষ্টানে যোগ দেন, এরপর উপজেলা প্রাঙ্গনে আয়োজিত সপ্তাহব্যাপী
বৃক্ষমেলার উদ্ভোধন করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS