রাঙ্গুনিয়া উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) উপজেলা গনমিলনায়তন প্রাঙ্গনে অনুষ্ঠিত শিক্ষা মেলা, প্রাথমিক শিক্ষা পদক প্রদান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইদ্রিছ। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এডভোকেট রেহেনা আখতার বেগম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আকতার হোসেন। বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা রঞ্জন ভট্টাচার্য্য, জিশা চাকমা, উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, উপজেলা পজীপ কর্মকর্তা মোতাহের হোসেন, বিআইজেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ ইস্কান্দর, শিক্ষক নেতা মো. ইউসুফ, বিপ্লবী চৌধুরী, বিকাশ চন্দ্র দাশ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, আব্বাস হোসাইন আফতাব প্রমুখ। আলোচনা সভা শেষে মেলার ৭ ষ্টলের মধ্যে সেরা ষ্টল পুরস্কার, উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক, স্কুল শিক্ষিকা, শ্রেষ্ঠ এসএমসি সভাপতি ও শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী পদক প্রদান করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS