Title
রাংগুনিয়া উপজেলায় পালিত হয়ে গেল আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০১৫...
Details
উপজেলা প্রশাসন ও ব্লাস্ট-ইপসা কনোর্সোটিয়াম রাংগুনিয়া এর উদ্যোগে রাংগুনিয়া উপজেলায় পালিত হয়ে গেল আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০১৫ দিবসটি উপলক্ষে ১০/১২/২০১৫ইং তারিখ সকাল ১০.৩০ ঘটিকায় উপজেলা চত্বরে এক বর্ণাঢ্য র্যালী এবং সকাল ১১.০০ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ আলী শাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আকতার হোসেন , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাব রেহেনা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব শহিদুল ইসলাম । উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মরিয়মনগর, পারুয়া, বেতাগী ,শিলক ও চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের চেয়ারম্যানগণ, সরকারী বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীগণ, এনজিও প্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষকা।
অনুষ্ঠানে বক্তারা দেশের বর্তমান প্রেক্ষাপটে মানবাধিকার রক্ষার বিষয়ে সচেতনতা তেরী করা সহ দুর্বলের প্রতি যে কোন ধরনের নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ও দরিদ্র জনগোষ্টির অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্য দূরীকরণে সকলের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের বিষয়ে আলোচনা করেন।