Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি( প্রাশিস) মেধাবৃত্তি পরীক্ষা ২০১৪ এর সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্টানে ড, হাসান মাহমুদ এমপি।
Details

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি( প্রাশিস) মেধাবৃত্তি পরীক্ষা ২০১৪। সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্টানে ড, হাসান মাহমুদ এমপি। রাঙ্গুনিয়ার স্হানীয় একটি কমিউনিটি সেন্টারে অবসর প্রাপ্ত শিক্ষকদের বিদায়ী অনুষ্টানে শিক্ষকদের হাতে বিদায়ি মানপএ তুলে দিয়ে ড,হাসান মাহমুদ বলেন শিক্ষকরা সমাজ বিনির্মানে এক সফল কারিগর। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন ইচ্ছা যদি প্রচন্ড হয় সদিচ্ছা বাস্তবায়নে জীবনে লেখাপড়ায় সফল হবে। পরে ড়, মাহমুদ রাঙ্গুনিয়া পাইলট স্কুল এর মাঠে খেলোয়ার সমিতির অফিস পরির্দশন করেন। এর পরে রাঙ্গুনিয়া থানা পরিদর্শন করে পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং থানার পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

Images
Attachments