Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ কর্মকর্তাগনের পুরষ্কার বিতরনী অনুষ্টান-২০১৫......
Details

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ কর্মকর্তাগনের পুরষ্কার বিতরনী অনুষ্টান-২০১৫..........................................
জনসাধারণের দোড়গোড়ায় সেবা প্রদান নিশ্চিত করার মাধ্যমে গণমুখী জসপ্রশাসন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের সহায়তায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের উদ্যোগে তথ্য প্রযুক্তি নির্ভর কার্যক্রম এগিয়ে চলেছে। এরই ধারাবাহিকতায় মাঠপ্রশাসনে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের এবং সর্বোপরি মাঠ প্রশাসনকে উজ্জীবিত ও উৎসাহিত করার লক্ষ্যে বিভাগীয় কমিশনার চট্টগ্রামের পক্ষ হতে ১৯টি ক্যাটাগরিতে সম্পাদিত কর্মের মূল্যায়ন ও পুরস্কৃত করার উদ্যোগ নেয়া হয়েছে। ওয়েব পোর্টাল তৈরী ও এর যথাযথ ব্যবহার, ন্যাশনাল ই-সার্ভিস সিস্টেম (NESS), ভিডিও কনফারেন্সিং, সোস্যাল মিডিয়া সংলাপ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার(UDC), ই-সেবা কেন্দ্র, সিটিজেন চার্টার, গনশুনানি দিবস, শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন এবং সর্বোপরি একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের অবদানকে আরো বেশি ফলপ্রসু করার জন্য এ ধরনের আয়োজন কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবে। 
উক্ত অনুষ্টানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ স্যার এবং প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যার, মাননীয় মূখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়।
-----চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ট কর্মকর্তাগনের পুরস্কার প্রাপ্তদের তালিকা------
(ক্রমনুসারে ১ম থেকে ৩য়)
সেরা নারী উদ্যোক্তা-
১। আইনুন নাহার, টামটা দক্ষিন, শাহরাস্তি, চাঁদপুর
২। সামছুন্নাহার, আগানগর, বড়ুরা, কুমিল্লা
৩। রহিমা আক্তার, ধর্মপুর, ফেনী সদর

সেরা পুরুষ উদ্যোক্তা-
১। রুবেল মোল্লা, গৌরিপুর, দাওদকান্দি, কুমিল্লা
২। আব্দুল কাদির রঞ্জু, লংগদু, রাংগামাটি
৩। বদরুল আলম মোজাম্মেল, তালশহর, ব্রাম্মণবাড়িয়া সদর

সেরা ভূমি সহকারী কর্মকর্তা-
১। ফয়েজুল কবীর সিরাজী, কাট্টলি ভূমি অফিস
২। শামীম আহমেদ, চরফকিরা, নোয়াখালী
৩। মোঃ আবুল আলম, পৗর ভূমি অফিস, লক্ষ্মীপুর সদর

সেরা কানুনগো-
১। সেকান্দর আলী, সীতাকুন্ড
২। আবুল কাশেম, লক্ষ্মীপুর সদর
৩। মমং মগ, বেগমগঞ্জ, নোয়াখালী

সেরা ইউনিয়ন ডিজিটাল সেন্টার-
১। গৌরিপুর, দাউদকান্দি, কুমিল্লা
২। ৭নং চরবাটা, সুবর্ণচর, নোয়াখালী
৩। ধর্মপুর, ফেনী সদর

ইউনিয়ন পর্যায়ে সেরা ওয়েব পোর্টাল-
১। চররমনী, লক্ষ্মীপুর সদর 
২। ১নং বান্দরবন, বান্দরবন সদর
৩। রায়শ্রী, উত্তর শাহরাস্তি, চাঁদপুর

সেরা সহকারী কমিশনার আইসিটি-
১। মোহাম্মদ আলী, ফেনী
২। কাজী মোহাম্মদ মোহসীন উজ্জল, চাঁদপুর
৩। এস এম জাহিদুর রহমান, নোয়াখালী

সেরা সহকারী কমিশনার ভূমি-
১। মোঃ মামুন, হাতিয়া
২। চৌধুরী আশরাফুল করিম, চাঁদপুর সদর
৩। দাউদ হোসেন, দেবিদ্বার কুমিল্লা

সেরা ফৌজদারি মামলা নিষ্পত্তিকারী ম্যাজিস্ট্রেট-
১। বেগম শামীমা শরমিন, নিম্যা ব্রম্মণবাড়িয়া
২। কামাল মোহাম্মদ রাশেদ, নিম্যা চাঁদপুর
৩। শাশ্বতী শীল, নিম্যা ফেনী

সেরা মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট-
১। মোহাম্মদ আজিজুর রহমান, ইউএনও লক্ষ্মীপুর সদর
২। মোহাম্মদ রুহুল আমীন, সক চট্টগ্রাম
৩। সাদিয়া আফরিন কচি, সক বান্দরবন

সেরা ইনোভেশন টিম উপজেলা পর্যায়ে-
১। সনজীদা শারমিন, ইউএনও চন্দনাইশ, চট্টগ্রাম
২। কাজী শহিদুল ইসলাম, ইউএনও ছাগলনাইয়া, ফেনী
৩। শারমিন আলম, ইউএনও রায়পুর, লক্ষ্মীপুর

সেরা ইনোভেশন টিম জেলা পর্যায়ে
১। মোঃ দৌলতুজ্জামান খাঁন, চট্টগ্রাম
২। মোহাম্মদ এনামুল হক, অতিঃ জেলা প্রশাসক সার্বিক, ফেনী
৩। মোহাম্মদ নুরুল্লাহ নুরী, অতিঃ জেলা প্রশাসক সার্বিক, চাঁদপুর

সেরা ইনোভেটর পাইলট উদ্যোগ উদ্ভাবনী আইডিয়া-
১। মোহাম্মদ শামসুল আরেফিন, জেলা প্রশাসক, রাংগামাটি
২। মোঃ মিজানুল হক চৌধুরী, জেলা প্রশাসক, বান্দরবন
৩। মোঃ আব্দুস সবুর মন্ডল, জেলা প্রশাসক, চাঁদপুর

উপজেলা পর্যায়ে সেরা ওয়েব পোর্টাল-
১। ডঃ রহিমা খাতুন, উপজেলা নির্বাহী অফসার, সোনাইমুড়ি, নোয়াখালী
২। মোহাম্মদ আবুল কালাম, উপজেলা নির্বাহী অফসার, মহেশখালী, কক্সবাজার
৩। মোহাম্মদ নুরুজ্জামান, উপজেলা নির্বাহী অফসার, লক্ষ্মীপুর সদর

সেরা উপজেলা নির্বাহী অফিসার-
১। ডঃ রহিমা খাতুন, উপজেলা নির্বাহী অফসার, সোনাইমুড়ি, নোয়াখালী
২। মোহাম্মদ ফিজনুর রহমান, ইউএনও লোহাগাড়া, চট্টগ্রাম
৩। আবু সাফায়াৎ মুহাম্মদ শাহেদুল ইসলাম, ইউএনও নাইক্ষ্যংছড়ি, বান্দরবন

জেলা পর্যায়ে সেরা ওয়েব পোর্টাল-
১। বদরে মুনীর ফেরদৌস, জেলা প্রশাসক, নোয়াখালী
২। মেজবাহ উদ্দিন, জেলা প্রশাসক, চট্টগ্রাম
৩। ডঃ মোহাম্মদ মোশাররফ হোসেন, জেলা প্রশাসক, ব্রক্ষ্মনবাড়িয়া

সেরা অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব-
১। মোহাম্মদ আবদুল কাদের, নোয়াখালী
২। আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, চাঁদপুর
৩। মোঃ আবদুল মতিন, কুমিল্লা

আতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি-
১। মুহাম্মদ লুৎফর রহমান, চাঁদপুর
২। মোঃ দৌলতুজ্জামান খাঁন, চট্টগ্রাম
৩। লুৎফুন নাহার, ব্রক্ষ্মণবাড়িয়া

সেরা অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট-
১। ইশরাত রেজা, চট্টগ্রাম
২। আমির আবদুল্লাহ মোঃ মঞ্জুরুল করিম, চাঁদপুর
৩। মুহাম্মদ গোলামুর রহমান, কুমিল্লা

সেরা জেলা প্রশাসক-
১। মেজবাহ উদ্দিন, চট্টগ্রাম
২। মোহাম্মদ হাসানুজ্জামান কল্লোল, কুমিল্লা
৩। মোঃ শামসুল আরেফিন, রাংগামাটি।

Images
Attachments