রাঙ্গুনিয়ায় স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে শহীদ ব্যারিতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।
রাত বারটা এক মিনিটে রাঙ্গুনিয়ার ইছাখালীর কেন্দ্রিয় শহীদ মিনারে ২১বার তুপধ্বনির মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। এর পর প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা চেয়ারম্যান মো:আলী শাহ্, উপজেলা ভাইস চেয়ারম্যান আকতার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম মজুমদার সহ উপজেলার মৎস্য, কৃষি ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ পুষ্পস্তবক অর্পন করেন।
এছাড়াও পুষ্পস্তবক অর্পন করেন রাঙ্গুনিয়া মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, পৌরসভা আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, পৌরসভা ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব, মধ্যম নোয়াগাঁও একতা সংঘসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে ছাত্রনেতা বি.কে.চৌধুরী লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো:আলী শাহ্, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম মজুমদার, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো:সেলিম, ছাত্রনেতা আবু তৈয়ব ছিদ্দিকী প্রমুখ। উপজেলা পরিষদ চেয়ারম্যান মো:আলী শাহ্ তার বক্তব্যে বলেন, ‘পৃথিবীর মধ্যে আমরাই একমাত্র জাতি যারা এতো বেশী পরিমাণ রক্তের বিনিময়ে, এতো বেশী পরিমাণ মা-বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি।
আমরাই একমাত্র জাতি, যে জাতির রয়েছে ভাষার দাবিতে রক্ত দেওয়ার মতো ইতিহাস।’ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ঘোষনার কারণেই আজ আমরা বীরের জাতি হিসেবে বিশ্বে সমাধৃৃত। পাকিস্তানি সময়ে যেখানে বাঙ্গালীরা পিয়নের চাকরী থেকে পর্যন্ত বঞ্চিত হতো আজ সেইখানে আমাদের বাঙ্গালী ভাইয়েরা বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা হচ্ছেন।’ এছাড়াও তিনি দেশে চলমান অস্থিরতা প্রসঙ্গে বলেন, ‘স্বাধীনতা বিরুধী অপশক্তি দেশে তৎপর রয়েছে বলেই আজ আমাদের স্বাধীন দেশে আমার স্¦জনদের এভাবে পেট্টোল বোমায় দগ্ধ হয়ে মৃত্যু মুখে পড়তে হচ্ছে।’
অপরাপর বক্তারও তাদের বক্তব্যে স্বাধীনতা বিরুধীদের বিরুদ্ধে সোচ্চার হয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের লালিত স্বপ্নের সোনার বাংলা গড়ার আহবান জানান।
এছাড়াও উপজেলার চন্দ্রঘোনা, কদমতলী, কোদালা, হোসনেবাদ, রানিরহাট,সরফভাটা, পোমরা, বেতাগী সহ বিভিন্ন ইউনিয়ন রাঙ্গুনিয়া কলেজ সহ বিভিন্ন প্রতিষ্টানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন ব্যানারে আসা জনসাধারণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS