উপজেলা পরিষদ মিলনায়তনে অদ্য ৩১/০৭/২০১৮খ্রি. তারিখে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও উপজেলা পরিষদের মাসিক সভা সম্পন্ন।সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী শাহ, উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ কামাল হোসেন, উপজেলার সকল বিভাগীয় কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ ও সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। সভার শুরুতে পদুয়ার সাবেক চেয়ারম্যান এবং প্রেস ক্লাবের সভাপতির মৃৃত্যুতে শোক প্রস্তাব করেন উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ অালী শাহ, এজন্য সবাই একমিনিট নিরবতা পালন ও দোয়া-মুনাজাত করা হয়। সভায় উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা সহ সামনের কোরবানির ঈদের গরুর বাজার ব্যবস্থাপনা, জাল টাকার দৌরাত্ম প্রতিহত, মাদক নির্মুল ও সরকারের বিভিন্ন বরাদ্দ বিতরণ ও সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে চা চক্রের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS