গ্রামীন নারীদের জীবনমান উন্নয়ন, আর্থিক সমৃদ্ধি ও সামাজিক নিরাপত্তা আনয়নে আমাদের কাজ করে যেতে হবে। দেশের অর্ধেক জনগোষ্ঠিকে বাদ দিয়ে জাতীয় উন্নয়ন কখনোই সম্ভব নয়। সমাজের প্রতিটি স্থরে নারীদের সম্পৃক্ততা নিশ্চিত হলেই জাতীয় উন্নয়ন সম্ভব। আর এক্ষেত্রে গ্রামীন নারী ব্যতীত জাতীয় উন্নয়ন অসম্ভব।
২৮ অক্টোবর(বুধবার) ইউএসএইড-এর সহযোগিতায় বাস্তবায়িত ক্রেল প্রকল্প এবং দুধপুকুরিয়া সহ-ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস-২০১৫ উদযাপন উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
দুধপুকুরিয়া সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি গোলাম কবির তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার।
ক্রেলের বাজার উন্নয়ন কর্মকর্তা খাদিজা ইসলামের সঞ্চালনায় ক্রেলের সহযোগিতায় গ্রামীন উন্নয়ন, খাদ্য উৎপাদন এবং দারিদ্র দূরীকরনে নারীদের অবদানকে স্বাগত জানিয়ে মতবিনিময়ে অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আকতারুজ্জামান।
এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক জিগারুল ইসলাম জিগার, মাসুদ নাসির, মোহাম্মদ ইলিয়াস, নুরুল আবসার, মীর খান মামুন, অনিরুদ্ধ অপু, আববাস হোসেন, আরিফুল হাসনাত। এছাড়াও খুরুশিয়া ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তা কাজী আলাউদ্দীন, ক্রেলের সাইট কর্মকর্তা অসীম বড়ুয়া, কমিউনিকেশন অফিসার অনিন্দিতা চক্রবর্ত্তী, সমবায় কর্মকর্তা মোহাম্মদ আমান উল্লাহ খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফিরোজ উদ্দীন।
আলোচনার শুরুতে ক্রেল প্রকল্পের জীবিকায়ন কর্মকর্তা কামাল হোসেন ক্রেলের বিভিন্ন কার্যক্রম তথা গ্রামীন নারীদের জীবনমান উন্নয়ন, আর্থিক সমৃদ্ধি ও সামাজিক নিরাপত্তা আনয়নে বননির্ভর দরিদ্র জনগোষ্ঠী ক্রেলের সহায়তায় হস্তশিল্প, কেঁচো সার উৎপাদন, তাঁত, ফলদ বাগান সৃজন, উন্নত কৃষি ও বসত বাড়ী আঙ্গিনায় সব্জী চাষের উপর প্রশিক্ষণ গ্রহন করে গ্রামীন উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও দারিদ্র দূরীকরণে তাদের সফলতার চিত্র তুলে ধরেন।
আলোচনা সভায় উপস্থিত বক্তারা বলেন, ক্রেল প্রকল্পের উদ্যোগে নারীদের সংগঠিত করে বিভিন্ন উৎপাদনমূখী কাজের সাথে সম্পৃক্ত করার ফলে এলাকার উন্নয়ন তথা জাতীয় উন্নয়নকে তরান্বিত করছে। যা গ্রামীন নারীর ক্ষমতায়নকে সুদৃঢ় করছে। এক্ষেত্রে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ক্রেলের কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS