দিবসটি উপলক্ষে ৯/১২/২০১৫ইং তারিখ সকাল ১০.৩০ ঘটিকায় উপজেলা চত্বরে এক বর্ণাঢ্য র্যালী এবং সকাল ১১.০০ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও দিবসের কর্মসূচীর অংশ হিসেবে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় পাঁচটি ক্যাটাগরীতে ১।অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী, ২।শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনকারী, ৩। সফল জননী, ৪।নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছে যে নারী ও ৫। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী) উপজেলা পর্যায়ে ২০১৫ সালে নির্বাচিত সফল নারী তথা ৫(পাঁচ) জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয় । উক্ত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ আলী শাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আকতার হোসেন , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাব রেহেনা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব সোনিয়া সফি । উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মরিয়মনগর, পারুয়া, বেতাগী ,শিলক ও চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের চেয়ারম্যানগণ, সরকারী বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীগণ, এনজিও প্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষকা, মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত সমিতির সভানেত্রী ও সদস্যবৃন্দ,২০১৩ ও ২০১৪ সালের নির্বাচিত জয়িতাগণ। সভায় নির্বাচিত জয়িতাদের মধ্যে শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী জনাবা সাজেদা চৌধুরী তার জীবনের আত্মকথন উপস্থাপন করেন।
অনুষ্ঠানে বক্তারা দেশের বর্তমান প্রেক্ষাপটে নারী নির্যাতন, ইভটিজিং,বাল্য বিবাহ ও পারিবারিক সহিংসতা ও কন্যাশিশুদের অবহেলা সংক্রান্ত বিষয়ে জোড়ালো বক্তব্য রাখেন এবং এসকল বিষয়ে সচেতনতা তেরী করা সহ নারীর প্রতি যে কোন ধরনের নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ও নারীর অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্য দূরীকরণে সকলের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের বিষয়ে আলোচনা করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS