সারা দেশের মত শুক্রবার (১জানুয়ারী) সকাল ১০ টায় রাংগুনিয়া উপজেলার বিআইজেড সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসবে প্রধান অতিথি থেকে উৎসবের উদ্বোধন করেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কমকর্তা মোহাম্মদ মামুনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাঈদা সিদ্দিকা, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রঞ্জন ভট্টাচার্য্য, জিসা চাকমা, অধ্যাপক অসীম কান্তি শীল, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মাসুদ নাসির, আব্বাস হোসাইন আফতাব, বিআইজেড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গফুর, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. ইস্কান্দর, মো. ইফতেখার, সমাজসেবক নাজিম উদ্দিন, কেবলী তালুকদার, রুমা বড়ুয়াসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা হয়ে উঠছে শিক্ষার্থীরা। নতুন বই হাতে তাদের বাঁধভাঙা উচ্ছ্বাস ছুঁয়ে যাচ্ছে শিক্ষক-অভিভাবকদেরও। আলোচনা সভা শেষে বই উৎসবে প্রাথমিক, মাধ্যমিক সকল শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয় নতুন বছরের নতুন বই।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS