Title
পেট্রোল বোমা মেরে নাশকতা করার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষে ফিলিং স্টেশন/প্যাকড পয়েন্ট (খুচরা বিক্রেতা) এর স্বত্তাধিকারী ও সংশ্লিষ্টদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্টিত...
Details
উপজেলা পরিষদ মিলনায়তনে পেট্রোল বোমা মেরে নাশকতা করার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষে ফিলিং স্টেশন/প্যাকড পয়েন্ট (খুচরা বিক্রেতা) এর স্বত্তাধিকারী ও সংশ্লিষ্টদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার। সভায় মাননীয় উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী শাহ, রংগুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মো: হুমায়ুন কবির। সভায় সভাপতি মহোদয় জানান যে, পেট্রোল ও অকটেনকে প্রধান উপদান হিসাবে ব্যবহার করে পেট্রোল বোমার মাধ্যমে দেশে প্রতিদিন নাশকতা করা হচ্ছে । আমাদের দেশে ব্যবসা বানিজ্য সহ দেশের অবকাঠামো ধ্বংস করে দেওয়ার জন্য দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে। সভাপতি জানান যে নাশকতা রোধ কল্পে বিভিন্ন স্থানে সি সি ক্যামরা বসানো হচ্ছে।
সভায় নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয়-
১। লাইসেন্স বিহীন সকল দোকানে তেল বিক্রী বন্ধ প্রযোজনে এর জন্য মোবাইল কোর্ট বসানো হবে।
২। সন্দেহজনক তেল বেচা-বিক্রী বন্ধ।
৩। যে কোন সন্দেহজনক পরিস্থিতি দেখা গেলে সাথে সাথে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানো।
সবশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষনা করেন।