Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
উপজেলা কার্যালয়, আইসিটি অধিদপ্তরের মাল্টিমিডিয়া প্রজেক্টর ক্রয়ের নিমিত্ত কোটেশন আহবান
Details

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর

উপজেলা কার্যালয়, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম

www.rangunia.chittagong.gov.bd

স্মারক নং- ৫৬.০৪.১৫৭০.০০০.৩১.০০৩.১৭- ২২                                                                                                         তারিখঃ

২২ বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

০৫ মে, ২০১৭ খ্রিস্টাব্দ

কোটেশন আহ্বানের বিজ্ঞপ্তি

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের, উপজেলা কার্যালয়, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম এর জন্য  স্ক্রিনসহ একটি মাল্টিমিডিয়া প্রজেক্টর সরবরাহের নিমিত্ত কোটেশন প্রদানের অনুরোধ জ্ঞাপন (RFQ) পদ্ধতিতে প্রকৃত সরবরাহকারী প্রতিষ্ঠানের নিকট হতে সীলমোহরকৃত কোটেশন (নিম্নোক্ত শর্তাবলী অনুসরণ পূর্বক) আহবান করা যাচ্ছে। বিস্তারিত তথ্যের জন্য নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে সরাসরি যোগাযোগ করা যেতে পারে।

ক্রমিক

বিবরণ

পরিমান

মাল্টিমিডিয়া প্রজেক্টর  (স্ক্রিনসহ)

০১ (এক) টি

 

 

শর্তাবলীঃ

  1.  বিস্তারিত বিবরণ সম্বলিত কোটেশন সিডিউল সহকারী প্রোগ্রামার, উপজেলা কার্যালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম এর দপ্তর হতে সরবরাহ করা হবে;
  2. কোটেশন নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে সর্বশেষ ১৮/০৫/২০১৭ খ্রিঃ তারিখ বেলা ০২.০০ ঘটিকা পর্যন্ত জমা প্রদান করা যাবে এবং একই দিন বেলা ০২.৩০ ঘটিকায় কোটেশন উম্মুক্ত ও মূল্যায়ন কমিটির সদস্যবৃন্দের উপস্থিতিতে প্রাপ্ত কোটেশন উম্মুক্ত করে মূল্যায়নের নিমিত্ত উপস্থাপন করা হবে;
  3. কার্যাদেশ প্রাপ্তির ০৭ (সাত) দিনের মধ্যে বর্ণিত দ্রব্যাদি সরবরাহ করতে হবে;
  4. সরবরাহকৃত দ্রব্যাদি গঠিত কমিটি দ্বারা নির্ধারিত স্পেসিফিকেশন ও সংখ্যা অনুযায়ী যাচাই পূর্বক গ্রহণ করা হবে;
  5. সরবরাহকৃত দ্রব্যাদি কোন প্রকার সমস্যা/ত্রুটি দেখা দিলে নিজ খরচে ত্রুটিমুক্ত অথবা প্রয়োজনে সম্পূর্ন নতুনভাবে সরবরাহ করতে হবে, তজ্জন্য নতুন কোন বিল দাবী করা যাবে না;
  6. ইচ্ছুক দরদাতা প্রতিষ্ঠান একটি কোটেশন দলিলে বিকল্প দর প্রদান করতে পারবে না;
  7. বর্ণিত সরবরাহের কাজ সম্পাদন করে বিল পরিশোধের জন্য ০৩(তিন) কপি চালান ও বিল (মূলকপি) দাখিল করতে হবে;
  8. কোন প্রকার কারণ প্রদর্শন ছাড়াই যে কোন কোটেশন গ্রহণ অথবা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষিত থাকবে।

 

 

 

    (মোঃ শামছুল আলম)

    সহকারী প্রোগ্রামার

     তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর

    উপজেলা কার্যালয়, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম

ই-মেইলঃshamsul.ap@doict.gov.bd

সদয় অবগতি/অবগতি ও কার্যার্থেঃ

  1. সিস্টেম্‌স ম্যানেজার (যুগ্ম সচিব), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, আইসিটি টাওয়ার, আগারগাঁও, ঢাকা-১২০৭।
  2. জেলা প্রশাসক, চট্টগ্রাম ।
  3. উপ-পরিচালক (অর্থ/প্রশাসন), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, আইসিটি টাওয়ার, আগারগাঁও, ঢাকা-১২০৭।
  4. উপজেলা নির্বাহী অফিসার, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
  5. মহাপরিচালকের ব্যক্তিগত সহকারী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, আইসিটি টাওয়ার, আগারগাঁও, ঢাকা-১২০৭ (মহাপরিচালক মহোদয়ের সদয় অবগতির জন্য)।
  6. অফিস নথি/ নোটিশ বোর্ড/ ওয়েব সাইট। 
Publish Date
04/05/2017
Archieve Date
29/06/2017